মো: জাহাঙ্গীর আলম
রবিবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মীরসরাইয় মহাসড়কের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে ঠাকুরদীঘি এলাকার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন জানান, সকালে মহাসড়কের পাশে কয়েকজন মানুষ জড়ো হয়ে আছে দেখে সামনে গিয়ে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর মাথা থেঁতলে গেছে। মনে হচ্ছে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না।
পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়ে নাম-পরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে- মহিলাটি মানসিক ভারসাম্যহীন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, ওই নারীর মাথা একেবারে থেতলে গেছে। সম্ভবত ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।