০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ফটিকছড়িতে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাংচুর

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • 38
ফটিকছড়ির নানুপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে নানুপুর মাতৃসদন হসপিটাল এন্ড দি ডক্টরস ল্যাব প্রাইভেট হাসপাতালে ভাংচুর চালানো হয়েছে।
২২ ফেব্রুয়ারি (শনিবার) সকালে নানুপুর বাজারস্থ নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়- আজাদী বাজার জাহানপুর গ্রামের গৃহবধূ গর্ভবতী নাজিয়া আক্তারকে নিয়ে তার আত্মীয়-স্বজনেরা ঘটনার আগের রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে বাচ্চার ডেলিভারি করাতে নিয়ে যায়। হাসপাতালের ডিউটিরত ডাক্তার বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
পরবর্তীতে রোগীকে নিয়ে রোগীর আত্মীয়-স্বজনেরা চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় হাটহাজারী মদিনা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টার দিকে সিজার করলে বাচ্চাটি মারা যায়।
পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়-স্বজন ও উত্তেজিত জনতা নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালের দরজা, জানালা, চেয়ার-টেবিল, আসবাবপত্র, আল্ট্রা, ইকু মেশিন, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স গাড়ি সহ হাসপাতালের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে।
হামলার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল হাসপাতাল পরিদর্শন করেন এবং হামলায় যুক্ত ২ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন- আজ ভোরবেলায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা ব্যাক্তি মালিকানাধীন হাসপাতালে হামলা করেছে। হাসপাতালটি সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত। ইতিমধ্যেই কোনো লিখিত অভিযোগ না আসলেও চিকিৎসায় অবহেলার ঘটনা খতিয়ে দেখতে ৩ জন বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করে দিয়েছি।
সর্বসাধারণের প্রতি অনুরোধ যেকোনো বিষয়ে সংক্ষুব্ধ হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দায়ের করার জন্য। আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

শহিদ মিনার এলাকায় সিএমপি ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আওয়ামী লীগ সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফটিকছড়িতে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাংচুর

আপডেট সময়: ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ফটিকছড়ির নানুপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে নানুপুর মাতৃসদন হসপিটাল এন্ড দি ডক্টরস ল্যাব প্রাইভেট হাসপাতালে ভাংচুর চালানো হয়েছে।
২২ ফেব্রুয়ারি (শনিবার) সকালে নানুপুর বাজারস্থ নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়- আজাদী বাজার জাহানপুর গ্রামের গৃহবধূ গর্ভবতী নাজিয়া আক্তারকে নিয়ে তার আত্মীয়-স্বজনেরা ঘটনার আগের রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে বাচ্চার ডেলিভারি করাতে নিয়ে যায়। হাসপাতালের ডিউটিরত ডাক্তার বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
পরবর্তীতে রোগীকে নিয়ে রোগীর আত্মীয়-স্বজনেরা চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় হাটহাজারী মদিনা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টার দিকে সিজার করলে বাচ্চাটি মারা যায়।
পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়-স্বজন ও উত্তেজিত জনতা নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালের দরজা, জানালা, চেয়ার-টেবিল, আসবাবপত্র, আল্ট্রা, ইকু মেশিন, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স গাড়ি সহ হাসপাতালের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে।
হামলার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল হাসপাতাল পরিদর্শন করেন এবং হামলায় যুক্ত ২ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন- আজ ভোরবেলায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা ব্যাক্তি মালিকানাধীন হাসপাতালে হামলা করেছে। হাসপাতালটি সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত। ইতিমধ্যেই কোনো লিখিত অভিযোগ না আসলেও চিকিৎসায় অবহেলার ঘটনা খতিয়ে দেখতে ৩ জন বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করে দিয়েছি।
সর্বসাধারণের প্রতি অনুরোধ যেকোনো বিষয়ে সংক্ষুব্ধ হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দায়ের করার জন্য। আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।