
চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে ছয়জন উপদেষ্টা এ সেবার উদ্বোধন করেন।
চার লাখের বেশি মানুষের দ্বীপ সন্দ্বীপ এতদিন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল। ফেরি চালুর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে যেতে পারবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যাতায়াতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
ফেরি কপোতাক্ষ দিয়ে প্রতিদিন চারটি ট্রিপ চালানো হবে, যেখানে ৩৫টি যানবাহন ও ৬০০ যাত্রী পরিবহন করা সম্ভব। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাধারণ যাত্রীদের জন্য ১০০ টাকা, মোটরসাইকেলের জন্য ২০০ টাকা, ব্যক্তিগত গাড়ির জন্য ৯০০ টাকা, বাসের জন্য ৩,৩০০ টাকা এবং ট্রাকের জন্য ৩,৩৫০ টাকা।
এছাড়া, একই দিন ঢাকা-সন্দ্বীপ ও চট্টগ্রাম শহর থেকে সন্দ্বীপগামী বিআরটিসি বাস সার্ভিসও চালু করা হয়। সন্দ্বীপের মানুষ এবার ঈদে পরিবারসহ সহজেই দ্বীপে আসতে পারবে, যা তাদের জন্য বড় আনন্দের বিষয়।